
ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধান প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা।
তিনি আরও দাবি করে বলেন, রাশিয়ার হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি ।ইরিনা জানান, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং রাশিয়ারর সাংবাদিকরাও রয়েছেন নিহতদের মধ্যে।
আহতদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকরাও আছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক মাস পার হয়েছে গত ২৪ মার্চ। ইউক্রেন সেনারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনাদের সঙ্গে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেমন হার মানতে রাজি নন, তেমনি পুতিন সরকারও যুদ্ধ থামাতে নারাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তরফে জানানো হয়, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ। এখন পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি ‘মুক্ত’ করার দিকে নজর থাকবে রাশিয়ার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved