
নিজস্ব প্রতিনিধি: দৈনিক সমকালের পাবনার চাটমোহর উপজেলা প্রতিনিধি শামীম হাসান মিলনের একমাত্র ছেলে আবির হাসানের জ্ঞান ফেরেনি গত ১৭ দিনেও। তাকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
নবম শ্রেণির শিক্ষার্থী আবির গত ১০ নভেম্বর দুপুরে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দূর্ঘটনার শিকার হয়। একটি ইট বোঝাই ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আবির মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহীতে নেওয়া হয়। সেখান থেকে ৩দিন পর ঢাকায় স্থানান্তর করা হয়।
অস্ত্রোপচারের পর রবিবার (২৬ নভেম্বর) পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। আবিরের পরিবার ও চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে আবিরের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved