
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে আবার দল পরিবর্তন করতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো ডেরা মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন এ অলরাউন্ডার, এমন গুঞ্জন ভারতের সংবাদমাধ্যমগুলোতে।
গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে দারুণ সময় পার করছিলেন হার্দিক। রোহিত শর্মার ছায়াতল থেকে বেরিয়ে এসে নেতৃত্ব নেন গুজরাটের। ১৫তম আসরের নিলামে তাকে ১৫ কোটি রুপি খরচে দলে ভেড়ায় আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। তার নেতৃত্বে নিজেদের অভিষেক মৌসুমেই শিরোপার স্বাদ পায় গুজরাট। পরের মৌসুমেও দাপটের সঙ্গে পা রাখে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনালে। তবে এবার নাটকীয়ভাবে চেন্নাই সুপার কিংসের কাছে শিরোপা খোয়াতে হয় গুজরাটকে।
নতুন একটি দলকে নেতৃত্ব দিয়ে টানা দুই মৌসুমে এতসব চমক দেখানোর পরও সেখানে স্থায়ী হতে চান না পান্ডিয়া। ফিরতে চান আবার পুরনো ডেরায়।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই-কে গুজরাট ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, ১হার্দিকের আবার মুম্বাইয়ে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। হতেই পারে, হার্দিক আবার পুরনো দলে ফিরে গেল। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।’
আগাসী ৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম। তার আগেই সরাসরি চুক্তিতে হার্দিককে দলে ফেরাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় বেশকিছু গণমাধ্যম বলছে, এ অলরাউন্ডারের পুরনো দলে ফেরা প্রায় নিশ্চিত। তাকে ফেরাতে ১৫ কোটি রুপি খরচে প্রস্তুত মুম্বাই ইন্ডিয়ানস। এর আগে ২০১৫ থেকে ২০২১, টানা সাত মৌসুম মুম্বাইয়ের হয়ে খেলেছেন হার্দিক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved