
জয়পুরহাট প্রতিনিধি: নির্বাচনের তপশিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জেলা যুবদল। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের জয়পুরহাট -আক্কেলপুর সড়কের জানিয়ার বাগান এলাকায় এই মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক রেজভী আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মুমিন খন্দকার ডালিম, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved