
স্টাফ রিপোটারঃ ব্রাহ্মণবাড়িয়া শহরে সাদিয়া আক্তার (২০) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাদিয়া আক্তার শহরের পশ্চিম মেড্ডার মোস্তফা কামালের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিয়া শহরের পশ্চিম মেড্ডা আইন কলেজ সংলগ্ন মদিনা টাওয়ারের ৫ম তলায় ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতেন। তিনি রাত ৮টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশকে খবর দিলে তারা দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে।
ওসি মো. আসলাম হোসাইন জানান, গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved