
ইসলামী ধারার ব্যাংকিং প্রতিষ্ঠান ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড’ এর নাম সংশোধন করে ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’ রাখা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ বিষয়টি জানা গেছে।
জানা যায়, গতকাল ১৫ নভেম্বর থেকে নতুন এ নামটি কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পরিচালক শাহরিয়ার সিদ্দিকীর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসেরের সই করা ব্যাংকের নাম সংশোধন সম্পর্কিত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নাম পরিবর্তন করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved