
অতিমানবীয় এক ইনিংসের দেখা মিলল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মঙ্গলবার (৭ নভেম্বর) আফগানিস্তানের জয় ছিনিয়ে নিয়ে যান এক অজি ব্যাটসম্যান। আর তিনি হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকানো ম্যাক্সওয়েল এদিন গড়েছেন বেশকিছু রেকর্ড।
ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি করেছেন ১২৮ বলে। তার ২০১ রানের ইনিংসটিতে আছে ২১টি চার ও ১০টি ছয়ের মার। তাতে অস্ট্রেলিয়া আফগানদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে, নিশ্চিত করেছে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিটও।
বিশ্বকাপ ইতিহাসে ম্যাক্সওয়েলের ইনিংসটিই সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। বিশ্ব আসর বাদ দিয়ে গত বছর বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে করা ইশান কিশানের ডাবল সেঞ্চুরিটি এ সংস্করণে দ্রুততম।
বিশ্বকাপে রান তাড়া করতে গিয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন ম্যাক্সি। রান তাড়ায় আগে কখনো এতো বড় ইনিংস খেলেনি কেউ। এদিকে বিশ্বকাপে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের পাশাপাশি, ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের মালিকও এখন ম্যাক্সওয়েল। ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৮৫ রানের অপরাজিত ওয়াটসনের ইনিংসটি ছিল কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস।
এছাড়াও, চলতি ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসও এটি। ম্যাক্সওয়েলের ইনিংসের আগে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
ম্যাক্সওয়েলের পুরো ইনিংসে যে ব্যাটসম্যানটি তাকে সাহায্য করেছেন তিনি দলের অধিনায়ক প্যাট কামিন্স। এই দুইজন মিলে গড়েন ২০২ রানের অপরাজিত জুটি। যা বিশ্বকাপের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি। ২০০৬ সালে কেপটাউনে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল ও জাস্টিন কেম্পের গড়া ১৩৮ রানের অপরাজিত জুটিটি ছিল এতদিনের সর্বোচ্চ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved