
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৫১৮ বারে ৪৭ লাখ ৩২ হাজার ৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭২ লাখ টাকা। বিডি ওয়েল্ডিং সিমেস্টমস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
জুট স্পিনার্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ২ টাকা ৬০ পয়সা বা ১.৯৭ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১২৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাটলাস বাংলাদেশ, আইপিডিসি ফিন্যান্স, এনভয় টেক্সটাইল, দুলামিয়া কটন, একমি পেস্টিসাইডস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও বিডিকম অনলাইন লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved