
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই। এমন লড়াইয়ে শুক্রবার (৩ নভেম্বর) নেদারল্যান্ডসকে তেমন পাত্তাই দেয়নি আফগানিস্তান। ডাচদের সহজে হারিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে গেল হাশমতউল্লাহ শহীদির দল।
লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৩৪তম ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে আফগানরা। শুরুতে ব্যাট করে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।
এই জয়ে পাকিস্তানকে টপকে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে উঠে এসেছে আফগানিস্তান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৮। বাকি দুই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ওঠার আশা ভালোভাবেই থাকবে রশিদ খান-মোহাম্মদ নবিদের। অন্যদিকে, ৭ ম্যাচের মধ্যে দুটিতে জেতা নেদারল্যান্ডস আছে টেবিলের অষ্টম স্থানে। তাদেরও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved