
নিজস্ব প্রতিনিধি: বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজা পারভীনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হরতাল চলাকালে আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
ইউএনও ফিরোজা পারভীন জানান, সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়ীয়া গ্রামে লক্ষ্মী পূজার একটি মন্ডপে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে তার সরকারি গাড়ি নিয়ে তিনি অফিসে ফিরছিলেন। এসময় বেলা সাড়ে ১২টার দিকে সদরের বাঘোপাড়া খোলারঘর এলাকায় মহাসড়কে হামলার শিকার হন তিনি। এসময় তার গাড়ি লক্ষ্য করে এলোপাথরীভাবে ইট, পাটকেল ছোড়া হয় এতে তার গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে তিনি এ অবস্থায় গাড়ি নিয়ে তার অফিসে ফেরেন। তার গাড়িতে হামলা হলেও তিনি অক্ষত রয়েছেন। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved