
নিজস্ব প্রতিনিধি: পুলিশের কঠোর নিরাপত্তায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানী-রফতানী স্বাভাবিক রয়েছে। হরতালের কোনো প্রভাব পড়েনি এই বন্দরে। সকাল থেকে আমদানী-রফতানীর পাশাপাশি বন্দর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্নস্থানে যাচ্ছেন ট্রাক চালকরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই হিলি সীমান্তের জিরো পয়েন্ট থেকে বন্দর প্রবেশমুখ পর্যন্ত পুলিশ অবস্থান নেয়। ফলে স্বাভাবিক রয়েছে বন্দর এলাকার সকল কার্যক্রম।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম বলেন, যেহেতু হিলি স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর তাই হরতালে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সে জন্য মোড়ে মোড়ে পুলিশ রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved