
পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নিমাইচড়া ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১০টার দিকে নিমাইচড়া বাজারে ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালায়। তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা অফিসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তদের বেধড়ক মারধরে দুজন আহত হন। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেদওয়ানুল হালিম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি বলেন, ‘মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শ্রমিক লীগ অফিসে হামলা করেছে।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সুরুজ মেম্বর এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা এ হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্চুর করাসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved