
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরীফ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাঁথিয়া উপজেলার স্বরূপ গ্রামে এ ঘটনা ঘটে।
শরীফ হোসেন সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গতকাল বুধবার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলা ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এসময় শরীফ হোসেন ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এতে মেয়েটি চিৎকার শুরু করলে পরিবারের লোকজন যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বুধবার থানায় মামলা করেন। এরপর যুবককে পুলিশ গ্রেফতার দেখায়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতার যুবককে আদালতে পাঠান হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved