
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বে-মেয়াদি বন্ড (Perpetual Bond) ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।
আজ (২২ মার্চ) অনুষ্ঠিত বিএসইসি ৮১৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে আনসিকিউরড ও নন-কনভার্টিবল। এটি হবে কুপনযুক্ত। বার্ষিক কুপনের তথা সুদের হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।
আলোচিত বন্ডের প্রতি ইউটের মূল্য হবে ৫ হাজার টাকা। বন্ডটির ৪৫০ কোটি টাকার ইউনিট বা লট প্রাইভেট প্লেসমেন্টে সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে। বাকী ৫০ কোটি টাকার ইউনিট বা লট প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।
বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।আলোচিত বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আর আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড এর ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে। বন্ডটি ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved