
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ রানের আগেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে একাই দলকে টেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একপ্রান্ত আগলে রেখে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে ততোক্ষণে জয়ের পথ থেকে অনেকটাই সরে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ ভালোভাবেই লড়াই করলেও বড় ব্যবধানেই হেরেছে সাকিব আল হাসানের দল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থেমেছে টাইগাররা।
ম্যাচটা অবশ্য এতদূর এগোতোই না। অনেক আগেই অলআউট হয়ে যেতে পারতো বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাশের লজ্জাজনক হার এড়িয়েছেন রিয়াদ। ১১ চার ও ৪ ছক্কায় ১১১ বলে করেছেন ১১১ রান। বাংলাদেশের মোট রানের প্রায় অর্ধেকটাই এসেছেন ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই পথ হারানো শুরু টাইগারদের। মার্কো ইয়েনসেনের করা সপ্তম ওভারে পরপর দুই বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারে লিজাড উইলিয়ামস ফেরান সাকিব আল হাসানকে।
পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারানোর পর দ্বাদশ ওভারে মুশফিকুর রহিমকে ফেরান গেরাল্ড কোয়েতজে। ১৫তম ওভারে দলীয় ৫৮ রানে কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন দাস। কেশভ মহারাজের বলে ক্যাচ দিয়েছ ফেরেন মেহেদী হাসান মিরাজ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved