
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলাপ্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে মার্চ সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কমান্ডার নগেন কুমার পাল,উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমপুষ্প। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সরকারি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved