
আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় পেয়েছিল আফগানিস্তান। সেই জয় কিছুটা আত্মবিশ্বাসও দিয়েছিল হাশমতউল্লাহ শহীদির দলকে। কিন্তু আত্মবিশ্বাস ধোপে টেকেনি নিউজিল্যান্ডের সামনে। রশিদ খানদের রীতিমতো উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টানা চার জয় তুলে নিয়েছে টম লাথাম বাহিনী। ফলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছেছে তারা।
বুধবার (১৮ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় ১৪৯ রানের বড় ব্যবধানে। শুরুতে ২৮৮ রান করে আফগানিস্তানকে ৩৪.৪ ওভারের মধ্রে ১৩৯ রানে অলআউট করেছে কিউইরা। রশিদ খানদের অলআউট করার মিশনে ৩টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন।
চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে সহজ লক্ষ্যই পেয়েছিল আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৭ রান তোলে তারা। এ সময় রহমানউল্লাহ গুরবাজকে সরাসরি বোল্ড করেন ম্যাট হেনরি। স্কোর বোর্ডে রানের সংখ্যা পরিবর্তন হওয়ার আগেই বিদায় নেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি মাঠ ছাড়েন মাত্র ৮ রান করে। তবে হাল ধরেছিলেন রহমত শাহ।
আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন রহমত। ওমরজাই ট্রেন্ট বোল্টের বলে লাথামকে ক্যাচ দিয়ে ফেরেন। ওমরজাই ৩২ বলে করেন ২৭ রান। রহমত রাচিন রবীন্দ্রর বলে ক্যাচ এন্ড বোল্ড হয়ে বিদায় নেন ৩৬ রানে।
এরপর ইকরাম আলিখিল ছাড়া আর কেউই আফগানিস্তানের হয়ে দাঁড়াতে পারেননি। রশিদ খান ৮, মোহাম্মদ নবি ৭ ও মুজিব উর রহমান করেন ৪ রান। আলিখিল অপরাজিত থাকেন ১৯ রানে। স্যান্টনার ও লকি ফার্গুসন বাদে ২টি উইকেট পান বোল্ট। একটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও রবীন্দ্র।
এর আগে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছিল নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন গ্লেন ফিলিপস। ফিফটি আসে টম লাথাম (৬৮) ও উইল ইয়ংয়ের (৫৪) ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট পান নাভিন উল হক ও আজমতউল্লাহ। একটি করে উইকেট নেন রশিদ ও মুজিব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved