
মোঃ রুহুল আমীন আত্রাই, প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ৪দিন ব্যাপি ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
২১ মার্চ সকালে আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট আত্রাই উপজেলা শাখা কমিশনার মোঃ জিল্লুর রহমান, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, লিডার ট্রেইনার তারেক মাহাবুব উল আলম, উপজেলা স্কাউট লিডার আনসার রহমান, আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্কাউট সম্পাদক ছালেক উদ্দিনসহ আমন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও উপজেলার স্কাউট ও অন্যান্যরা।
সমাবেশে উপজেলার ২৯টি বিদ্যালয়ের ২৩২ জন স্কাউট অংশ নেয়। ২২ মার্চ রাতে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশের সমাপনী অনুষ্ঠান হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved