
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নাজমা নামে এক গৃহবধূ কে ঠান্ডা মাথায় খুন করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। স্বামী ও ননদ পলাতক।
শনিবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় উপজেলার মরিচা ইউনিয়নের নাগরি-সাগরি পাইকাকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা (২২) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের নুরুল ইসলামের কন্যা ও মরিচা ইউনিয়নের নাগরি সাগরি পাইকারপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী সাঈদের তৃতীয় স্ত্রী। সাঈদের সাথে গত মাত্র তিন মাস পূর্বে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ হয়।
নিহত নাজমার বাবা নুরল ইসলাম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় সাঈদ এবং তার বোন শাহনা মুন ঘটনার সময় ঐ বাড়িতে অবস্থান করছিল এবং পরে নাজমাকে হত্যা করে তারা বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাঈদের বাবা দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক মহসিন আলী জানান, ছেলের সাথে আমার কোন বনিবনাত নাই এবং সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি স্ত্রী সহ অন্যত্র ভাড়া বাসায় বসবাস করি।
এ ব্যপারে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি মঈনুল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরাতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মোর্টেমের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।তবে মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। মরদেহের ময়না তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved