
স্টাফ রিপোটারঃ গাইবান্ধার ফুলছড়ির দুর্গম চর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল, দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের দুর্গম চর খোলাবাড়ি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।
গ্রেফতার ডাকাতরা হলেন: মো. আলমগীর শেখ, মো. মাসুম শেখ, মো. তারা মিয়া, মো. আব্দুল মালেক, মো. হাসান আলী ও মো. রহমত আলী। এদের সবার বাড়ি জেলার ফুলছড়ি উপজেলায়।
পুলিশ সুপার জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে খোলাবাড়ির একটি আশ্রয়ণ প্রকল্পের পাশের বাজারে একত্রিত হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ ও জেলা ডিবি পুলিশ এলাকাবাসীর সহায়তায় ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দেশীয় একটি রাইফেল, ৫ রাউন্ডগুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ফুলছড়ি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার ডাকাত দলের সদস্যরা নৌডাকাতিসহ বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিল। এছাড়া এলাকায় চাঁদাবাজি ভূমিদস্যুতার একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা ফিল্মি স্টাইলে দীর্ঘদিন থেকে এলাকায় অপরাধপ্রবণতা চালিয়ে আসছিল। পলাতক বাকি ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved