
স্টাফ রিপোটারঃ ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে দিপু মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাবেক উপজেলা সদরের শহীদ মিনারের পূর্ব পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান দিপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দিপু উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশি গ্রামের সাইফুল ইসলাম সবুজের ছেলে। সে এ বছর গাইবান্ধার এসকেএস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ ৫ পেয়েছিল এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছিল।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে কয়েকজন বন্ধুর সাথে দিপু মিয়া বাড়ির পার্শ্ববর্তী শহীদ মিনার এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে দিপু মিয়া গভীর পানির মধ্যে ডুবে যায়। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল ৪টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved