
মরক্কোর মধ্যাঞ্চলে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে অনেক মানুষ। এরইমধ্যে ২ হাজার ১২২ জনের নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে এখনও অনেক প্রান্তিক এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী ও সহায়তা প্রদানকারীরা।
রোববার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ১২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪২১ জনে।
ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী ও উদ্ধারকারীরা।
কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর দুর্গম পাহাড়ি এলাকায় বেশ কিছু গ্রাম পুরোপুরি মাটিতে মিশে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ওউরগেইন উপত্যকায় যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে হতাহতের সংখ্যা। আহত অবস্থায় যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যেও অনেকের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এছাড়া এখনোও কত মানুষ নিখোঁজ রয়েছে তার সঠিক সংখ্যাও জানা সম্ভব হয়নি।
দেশটির সেনাবাহিনী ও উদ্ধারকারীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্বত্য গ্রামগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে, দুর্গম হওয়ায় অনেক এলাকায় পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছেন তারা। অনেক স্থানে ভবনের ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এতে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও করা হচ্ছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের পরিচালক এক বিবৃতিতে বলেন, জীবিতদের উদ্ধারে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দুর্গম অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ জন্য ভারী সরঞ্জামেরও প্রয়োজন হবে। একইসঙ্গে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলেও জানান তিনি।
এদিকে দুর্গতদের উদ্ধার তৎপরতায় বিভিন্ন দেশ হাত বাড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, স্পেন, ও ব্রিটেন ত্রাণ সহায়তা পৌঁছেছে দেশটিতে।
স্পেন কুকুরসহ ৫৬ জনের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। তুরস্ক, ফ্রান্স ও ইসরাইল প্রয়োজনে সহায়তার ঘোষণা দিয়েছে।
এছাড়া মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য আকাশপথ খুলে দিয়েছে পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া। দুই দেশের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও এক বিবৃতিতে মরক্কোয় আঘাত হানা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তা করা হবে বলে জানিয়েছে আলজেরিয়ার প্রেসিডেন্ট দফতর।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved