
লম্বা ক্যারিয়ারে আর্জেন্টিনার বহু অর্জনের সাক্ষী আনহেল ডি মারিয়া। জাতীয় দলের জার্সিতে প্রায় সব ধরনের ট্রফিই ছুঁয়ে দেখেছেন। এমন পূর্ণ এক ক্যারিয়ারেরই এবার ইতি টানতে যাচ্ছেন এই আর্জেন্টাইন।
২০২৪ সালের কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি, এমনটাই জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা। অর্থাৎ সবমিলিয়ে আরও মাস কয়েক জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে।
এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৩২টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। যেখানে তার পা ছুঁয়ে বল প্রতিপক্ষের জালে ঢুকেছে ২৯ বার। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২৭টি।
জাতীয় দলের হয়ে বড় তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব আছে তার নামের পাশে। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছেন তিনি। মজার ব্যাপার, এই তিন আসরের ফাইনালেই গোলের দেখা পেয়েছে রোজারিওর এই ফুটবলার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved