
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থেকে ২৯৯ বোতল ফেনসিডিলসহ রাজু মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩১ আগস্ট) রাতে র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে, এবং আটক যুবক মাধবপুর উপজেলার শিবরামপুর এলাকার মো. চাঁন বাদশা মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved