
নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ইংরেজি তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতায় কলেজ, উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফরহাদুল ইসলাম। তিনি কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি ৩য় বর্ষের শিক্ষার্থী।
ইতোপূর্বে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ অংশগ্রহণ করেও তিনি কলেজ, উপজেলা এবং কক্সবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি কক্সবাজারের জনপ্রিয় শিশুদের প্রতিষ্ঠান, কিডস সেন্টারের সহকারী পরিচালক এবং প্রধান ইংরেজি প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি।
অল্পবয়সে অফলাইন এবং অনলাইনে একজন শিশুদের জনপ্রিয় শিক্ষক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। অনলাইনে দেশের প্রায় প্রত্যেকটি জেলা এবং দেশের বাহিরের ১৫টিও বেশি দেশের শিক্ষার্থীরা তার কাছে বর্তমানে ইংরেজি ভাষা প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সাথে সবার কাছে তার উত্তরোত্তর সফলতা এবং তার মরহুম বাবার জন্য দোয়া চেয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved