
নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান নগদ ফাইন্যান্স পিএলসিকে দেওয়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স (সনদ) প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৪ মে থেকে এই সিদ্ধান্ত অকার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ১০ জুলাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানের স্বাক্ষরে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। গত ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় গৃহীত হয়।
প্রসঙ্গত, নগদ ফাইন্যান্স পিএলসি মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের অঙ্গপ্রতিষ্ঠান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved