
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি করে পালাবার সময় পুলিশের বিশেষ অভিযানে ধারালো অস্ত্রসহ নিজাম ও ওয়াসিম নামে দুই ডাকাত আটক বুধবার (২৩-আগস্ট) রাতে মাধবপুর বাজারের হার্ডওয়ারি ব্যবসায়ী সুভাষ ভৌমিকের মালিকানাধীন একটি পিকআপ গাড়ী মালামাল বিক্রি করে দোকানে ফিরছিল।
হোটেল হাইওয়ে ইন এর দক্ষিণে পৌঁছামাত্র দক্ষিণ বেজুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নাজিম(২২) ও একই গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম (১৯) সহ সঙ্গীয় ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে গাড়ীটি গতিরোধ করে।
এসময় চালক নয়ন দেবনাথের কাছ থেকে অস্ত্রের মুখে আড়াই লক্ষ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান এসআই তরিকুল ইসলাম, এ এসআই জিয়া ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬-ঘণ্টার মধ্যে ২ ডাকাতকে অস্ত্রসহ আটক করে।
এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার হয়। এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান রাকিব জানান, এ ঘটনায় মাধবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved