
‘কল অফ ডিউটি’ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনতে মরিয়া হয়ে উঠছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি কেনার প্রস্তাব নিলামে উঠলে নানা জটিলতায় যুক্তরাজ্যের প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী দল পুরো প্রক্রিয়াটি নাকচ করে দেয়। পরবর্তীতে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিষ্ঠানটি ক্রয়ের লক্ষ্যে একটি নতুন চুক্তি জমা দিয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়, কল অফ ডিউটি কেনার জন্য মাইক্রোসফটের প্রাথমিক প্রস্তাবটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)। তবে প্রতিষ্ঠানটি কিনতে নতুন চুক্তি জমা দিয়েছে মাইক্রোসফট।
জানা যায়, নতুন অফারের অধীনে মাইক্রোসফট ক্লাউডে সংরক্ষিত অ্যাক্টিভিশনের বিদ্যমান বা নতুন গেমগুলোর মালিকানা কিনবে না।
সিএমএর প্রধান নির্বাহী সারাহ কার্ডেল বলেন, মাইক্রোসফটের নতুন এবং পুনর্গঠিত চুক্তিটির প্রস্তাব আগের চুক্তির প্রস্তাবের চেয়ে আলাদা। প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
আর মাইক্রোসফট বলছে, নতুন প্রস্তাবের শর্তগুলো আগের চেয়ে ভিন্ন ও লেনদেনের পরিমাণও আলাদা। সিএমএ'র পর্যালোচনা প্রক্রিয়া চলতি বছরের ১৮ অক্টোবরের আগে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved