
স্টাফ রিপোটারঃ সিরাজগঞ্জের বেলকুচিতে জলাশয়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো-তাঁত শ্রমিক হাশমত আলীর ছেলে সৌরব (৬) ও এরশাদ আলীর ছেলে রিফাত (৫)। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, সোমবার সকালে বাড়ির পাশে জলাশয়ে খেলাধুলা করছিল রিফাত ও সৌরভ। খেলতে খেলতে হঠাৎ রিফাত পানিতে পড়ে গেলে সৌরভ তাকে তুলতে যায়। এসময় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ওই জলাশয়ে তদের খুঁজে পায়। এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved