
অগ্রিম পাওয়া রফতানি মূল্য এখন থেকে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবে ব্যাংকগুলো। বৈদেশিক বাণিজ্যকে সুবিধা দিতেই বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অগ্রিম প্রাপ্ত রফতানি মূল্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। পাশাপাশি সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধে ব্যবহার করা যাবে।
ব্যাক টু ব্যাক ঋণপত্র ছাড়া অন্য আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে অগ্রিম প্রাপ্ত বৈদেশিক মুদ্রা ৩০ দিন সংরক্ষণ করা যাবে। এ প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত অগ্রিম প্রাপ্ত রফতানি আয় টাকায় নগদায়ন করতে হতো।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved