
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষাকে মূল শিক্ষার সাথে সংযুক্ত করে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জ্ঞানের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগেও পিছিয়ে নেই মাদ্রাসা শিক্ষা। বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা। দেশের সাধারণ শিক্ষার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে চলছে মাদ্রাসাগুলো। প্রধানমন্ত্রীর কার্যকরী নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে।
১০ আগষ্ট বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তিন কোটি টাকা ব্যয়ে বলরামপুর দাখিল মাদ্রাসার নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বলামপুর দাখিল মাদ্রাসার সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রহমত আলীসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন বলরামপুর দাখিল মাদ্রাসার সুপার মো.মমতাজুল ইসলাম।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved