
গত জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার পর জুলাইতেও স্বাভাবিকের তুলনায় রেমিট্যান্স বেড়েছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার।
মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যদিও চলতি বছরের জুনে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর জুলাইয়ে রেমিট্যান্স কমেছে। জুলাইয়ে প্রবাসীরা ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, জুনে যা ছিল ২১৯ কোটি ডলার। অর্থাৎ, এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২২ কোটি ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, গত জুনে ঈদের মাস ছিলো বিধায় স্বাভাবিকের তুলনায় প্রবাসী আয় বেড়েছে। পরের মাসে জুনের তুলনায় কিছুটা কমে আসবে এটাই অনুমিত। তবে জুলাই মাসে প্রায় ২০০ কোটির কাছাকাছি প্রবাসী আয় খুব খারাপ কিছু নয়।
এদিকে গত বছরের জুলাইয়ের চেয়েও রেমিট্যান্স কমেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৯৬ মার্কিন ডলার, এ বছর ১২৩ মিলিয়ন কমে তা হয়েছে ১ হাজার ৯৭৩ মিলিয়ন ডলার।
সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved