
তিন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ তিন সময়ে আল্লাহর কাছে দোয়া করার তাগিদ দিয়েছেন। তিন সময়ে দোয়া করলে মহান আল্লাহ বান্দার সে দোয়া ফিরিয়ে দেন না বা খুব কমই ফিরিয়ে দেন। সময় তিনটি কখন?
হজরত সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অথবা খুব কমই ফিরিয়ে দেওয়া হয়। তাহলো-
১. আজানের সময়ের দোয়া এবং
২. যখন একে অপরের সঙ্গে যুদ্ধ লিপ্ত থাকে।
৩.‘বৃষ্টির সময়ের দোয়াও (কবুল হয়ে থাকে)।’ (আবু দাউদ, মিশকাত)
উল্লেখিত হাদিসে দুটি বর্ণনায় মোট তিনটি সময়ের কথা এসেছে, তবে এ সময়গুলোর মধ্যে দুটি প্রায় প্রতিনিয়তই ঘটে থাকে। একটি হলো- আজান আর দ্বিতীয়টি হলো- বৃষ্টি। এ দুই সময় দোয়া করলে মহান আল্লাহ বান্দার কোনো বৈধ দোয়াই ফিরিয়ে দেন না। এমনটি বলেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সুতরাং মুমিন মুসলমানের উচিত, আজানের সময় এবং বৃষ্টির সময় আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন পূরণে বেশি বেশি দোয়া করা। হাদিসের ওপর আমল করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বৃষ্টি ও আজানের সময় বেশি বেশি দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved