
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আয়োজন করতে যাচ্ছে চাকরির মেলা। আগামী ৩০ জুলাই আয়োজন করা হবে এ ‘জাককানইবি চাকরি মেলা ২০২৩’।
এ মেলায় পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত হয়েছে বিইই গ্লোবাল কনসালটেন্সি এবং সেইসঙ্গে সহযোগী পার্টনার হিসেবে থাকছে এক্সিলেন্স বাংলাদেশ।
ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন অভিনেতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোজ কুমার প্রামাণিক।
দেশের শীর্ষস্থানীয় কোম্পানি এবং মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে নেটওয়ার্কিং, কর্মজীবনের অগ্রগতি এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য অগণিত সুযোগ রয়েছে এই চাকরি মেলায়। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব বিভিন্ন ধরনের কোম্পানিকে বেছে নিয়েছে এই চাকরি মেলার জন্য। এরমধ্যে বেশ কিছু অংশগ্রহণকারী কোম্পানি সরাসরি চাকরির ইন্টারভিউ, ইন্টার্নশিপ, ক্যারিয়ার গাইডলাইনভিত্তিক কোর্সের সুযোগ দেবে।
উপস্থিত বক্তারা তাদের মূল্যবান দিকনির্দেশনা সংবলিত অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে সেশন-ওয়ার্কশপ পরিচালনা করবেন।
অংশগ্রহণকারীরা তাদের সিভি জমা দেয়ার মাধ্যমে এবং প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতামত বিনিময়ের সুযোগ পাবেন। চাকরি মেলায় অভিজ্ঞ টিমের সহায়তায় সরাসরি সিভি প্রস্তুত করে নেয়ার সুযোগ রয়েছে। ইতোমধ্যে বৃহত্তর ময়মনসিংহ বিভাগকে কেন্দ্র করে জেলা প্রতিনিধি সমন্বয় করা হয়েছে।
২০১৮ সালের ১৩ মার্চে ‘টাইম টু মুভ’ মটোকে ধারণ করে জাককানইবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব যাত্রা শুরু করে। মূলত ক্যারিয়ারের বিস্তর সম্ভাবনা ও নিজের আত্মবিশ্বাস যাচাইয়ের অন্যতম সুযোগ অনুসন্ধানে এই চাকরি মেলার আয়োজন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved