
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ডোবার পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে ফুফু ভাইপো।
উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে সোমবার (১৭-জুলাই) সকালে এঘটনা ঘটে।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মঞ্জুর জানান, ওই গ্রামের নাজির মিয়ার মেয়ে কারিমা বেগম (৭) তার ভাই জহিরুল ইসলামের ছেলে আরিফুর রহমান (৫) কে নিয়ে বাড়ির পার্শ্বে খেলা করছিল।
বাড়ির লোকজনের চোঁখ এড়িয়ে এক পর্যায়ে দুই শিশু খেলার ছলে বাড়ির দক্ষিন পার্শ্বে একটি ডোবার পানিতে ডুবে যায়।স্বজনরা খোজাখুজির পর সকাল সাড়ে ১০টার দিকে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার পর পরিবার টিতে শোকের মাতম চলছে।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ঘটনাস্থলে যান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved