
আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ফয়জাবাদে শুক্রবার দিবাগত রাতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
ভারতের ভূতত্ত্ব গবেষণা বিষয়ক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত ১২ টা ৪৯ মিনিটে ফয়জাবাদের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে ভূমির ২১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
এর আগে গত ২৬ জুন ভূমিকম্প হয়েছিল ফয়জাবাদে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।
সেবারের ভূমিকম্পেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
-এনডিটিভি
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved