
নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের বালুখালী এলাকায় সংরক্ষিত বনভূমিতে গাছের চারা রোপণ করে দখলে থাকা ৬শতক বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বালুখালী কাস্টমস সড়কের পাশে দখলে থাকা জমি দখলমুক্ত করার অভিযান পরিচালনা করে উখিয়া রেঞ্জ।
এসময় বন্য প্রজাতির বহেরা, অর্জুন সহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। বনবিভাগের উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সংরক্ষিত বনভূমিতে ঘেরাও করে দখলের চেষ্টা করছে অজ্ঞাত কিছু মানুষ। খবর পেয়ে অভিযান পরিচালনা করে দখলমুক্ত করে চারা রোপণ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন," বালুখালী কাস্টমস সড়কের পাশে সংরক্ষিত বনভূমিতে ৬শতক জমিতে গাছের চারা রোপণ করে দখলমুক্ত করা হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved