
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ১০১ জন ঢাকা মহানগর, ১ জন গাজীপুর, ১ জন নরায়নগঞ্জ, ১ জন ময়মনসিংহ, ২ জন চট্টগ্রাম, ১ জন কক্সবাজার এবং ১ জন নোয়াখালী এবং ২ জন সিলেট জেলার বাসিন্দা রয়েছেন। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬১ জনে অপরিবর্তিত রয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৬৭৫ টি নমুনা সংগ্রহ ও ১৬৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৩৪৮ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved