
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৫ জুন সকাল ১০ টাকা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ নির্বাচন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ। এতে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।
আবু সাঈদ ফুটবল প্রতীকে সর্বোচ্চ ৫৫৩ ভোট পেয়ে ১ম স্থান অর্জন করেন এবং বাছির উদ্দিন ছাতা প্রতীকে ৫২৬ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন। তাঁদের নিকটতম প্রার্থী চেয়ার প্রতীকে আনোয়ার পেছেছেন ১৭৮ ভোট, বই প্রতীকে সোহেল মিয়া পেয়েছেন ৮২ ভোট, হাতপাখা প্রতীকে কালাম মিয়া পেয়েছে ০৩, দেয়াল ঘড়ি প্রতীকে মোতালিব পেয়েছে ০৩।


সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved