
ইন্টার মিয়ামিতে মেসির অভিষেক হবে কবে, তা সবারই হয়তো জানা হয়ে গেছে। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মেসির। সেই সংবাদ পাওয়ার পর থেকেই সেই ম্যাচের টিকিটের মূল্য আকাশচুম্বী হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, আগামী ৫ জুলাই ইন্টার মিয়ামির হয়ে আনুষ্ঠানিক চুক্তি করবেন মেসি। যদিও মেসির দল ইন্টার মিয়ামি লিগে খুব বাজে সময় কাটাচ্ছে, তবুও তার অভিষেক ম্যাচের টিকিটের মূল্য চড়া। এমএলএস-এর পূর্বাঞ্চলীয় পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান করছে মেসির দল মিয়ামি। হেরেছে টানা ৬ ম্যাচ। তবুও এই দলের সমর্থক দিন দিন বেড়েই চলেছে। কারণ একটাই–মেসি।
মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে গেছে অনেক গুণ। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক জানাচ্ছে, যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)।
এদিকে অনলাইনে রিসেল প্ল্যাটফর্ম ‘ভিভিড সিটস’-এর তথ্যে জানা গেছে, মিয়ামিতে মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিট তার ঘোষণার পর ৪০ ডলার থেকে বেড়ে ৫০০ ডলার হয়েছিল। এখন সেই টিকিটই ১১০০ ডলারের নিচে পাওয়া যাচ্ছে না, যা বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়াচ্ছে প্রায় ১ লাখ ১৮ হাজার ২৫৩ টাকা।

বর্তমানে ইন্টার মিয়ামির কোনো নিজস্ব স্টেডিয়াম নেই। তারা ফোর্ট লডারহিলে ডিভিআর পিএনকে স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যুর ম্যাচগুলো খেলছে। মেসিও সেখানে খেলবেন। তবে এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ১৯ হাজারের কিছু বেশি। তবে মেসির অভিষেকের আগে স্টেডিয়ামের মালিক এর ধারণক্ষমতা কিছুটা বাড়াতে চান। যার জন্য সেখানে চলছে সংস্কারকাজও।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved