
এবারের হজে অংশ নিতে শনিবার (১৭ জুন) পর্যন্ত ১০ লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আল-বিজাভির বরাতে রোববার (১৮ জুন) গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সৌদি টিভি আল আকবারিয়াকে আল-বিজাভি বলেন, ‘এখন পর্যন্ত ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রীদের আগমনের সুবিধার্থে সৌদি আরব সব স্থল ও সমুদ্র সীমান্ত খুলে দিয়েছে।
হজযাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি। তাদের অর্ভ্যথনা জানাতে প্রস্তুত রয়েছে দেশটি।
এ বছর সৌদি আরবে ২৫ লাখের বেশি হজযাত্রী সফর করবেন বলে জানান আল-বিজাভি।
হজ কমিটির পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত বিভিন্ন দেশের ৭ লাখ ১৮ হাজার হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। এছাড়া এখন পর্যন্ত মদিনা থেকে মক্কায় গিয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন।
কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে গত কয়েক বছর হজ পালনে ছিল নানা ধরনের বিধিনিষেধ। ফলে ওই সময় রাতারাতি কমে যায় হজযাত্রী। তিন বছর পর এবার আগের অবস্থায় ফিরছে হজ।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।
এদিকে হজের সময় সৌদি আরবের মক্কা ও মদিনায় অত্যাধিক গরম এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে সেখানকার দ্য ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)।
আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজ পালনের সময় মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ দশমিক ৬ ও মদিনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এনসিএম আরও জানিয়েছে, মক্কায় রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
তীব্র তাপ ছাড়াও এনসিএম বাতাসের অবস্থারও পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর/উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। ধূলিঝড়ও হতে পারে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved