
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শহরে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মাঝে শহরের প্রধান সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তাটি পানিতে ডুবে আছে।
এছাড়াও বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে স্থানীয় সূত্রে জানা যায়, আষাঢ় মাস শুরু হওয়ার পর থেকেই হবিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে।
অভিযোগ রয়েছে, ওইসব এলাকার প্রভাবশালী মহল পানি নিষ্কাশনের ড্রেন দখল করে সীমানা প্রাচীরসহ অট্ট্রালিকা নির্মাণ করায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এতে হবিগঞ্জ শহরের প্রধান সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। এছাড়াও শহরের শায়েস্তানগর কবরস্থানের পাশের রাস্তা, মোহনপুর, মাছুলিয়া জলিল পীরের এলাকা, রাজনগর, শ্যামলী আবাসিক এলাকা, ইনাতাবাদ এলাকার রাস্তা পানিতে ডুবে যায়।
হবিগঞ্জ পৌরসভার আতাউর রহমান সেলিম বলেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি আটকে থাকলেও অনেক এলাকার পানি নেমে গেছে। অবশিষ্ট পানি নিষ্কাসনের জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved