
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন নেতৃত্বে সিরাজগঞ্জ সদরের ভূমিহীনরা সিরাজগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণার প্রতিবাদে এসি ল্যান্ড অফিস ঘেরাও করে।
সভায় শেখ নাসির উদ্দিন বলেন, “আমরা ভূমিহীনরা রেললাইন ও রাস্তার দুই পাশে বসবাস করি। আমাদের বসবাস করার মতো কোন জায়গা নাই। সিরাজগঞ্জ সদর উপজেলাসহ পুরো জেলায় হাজার হাজার ভূমিহীন থাকার পরও সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে সিরাজগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছে। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সিরাজগঞ্জ সদরে অনেক খাসের জায়গা আছে, যে সকল জায়গা ভূমিদস্যুরা, দলীয় নেতারা ও প্রভাবশালী ব্যক্তিরা ভোগ দখল করে আছে। ঐ সব জমি উদ্ধার করে আমাদের ভূমিহীনদের মাঝে বন্টন করা হোক। আমরা রাষ্ট্রীয় মৌলিক অধিকার বঞ্চিত, আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক।”
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved