
উখিয়া: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০হাজার পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতার শফিকুর রহমান কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মোক্তার আহমদের ছেলে বলে জানা যায়।
রবিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের গোরা মিয়ার গ্যারেজ সংলগ্ন চৌধুরী ফিলিং স্টেশন থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন," গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী থেকে একটি ইয়াবার চালান কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এমন খবরে অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। অভিযানের এক পর্যায়ে বিকেলে মরিচ্যা চৌধুরী ফিলিং স্টেশন থেকে ইয়াবাসহ শফিকুর রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটি এক রোহিঙ্গার কাছ থেকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ছিলো বলে জানায় সে। পরবর্তী তথ্য জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানানো হবে। তবে ইয়াবা পাচারকালে ব্যবহৃত মোটরসাইকেল(যার নং- কক্সবাজার-ল ১১-০৭০৪)জব্দ করা হয়েছে।"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved