
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার (১০ জুন) সকাল ১১ টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগানরা।
আফগান দলের সবাই অবশ্য একবারে ঢাকায় আসেননি। প্রথম বহরে বাংলাদেশে এসেছেন আফগানিস্তানের ১০ ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই ঢাকায় এসেছে এই বহরটি। দলের বাকি ক্রিকেটাররা ছিলেন ক্যাম্পে। জানা গেছে, বিকালে ঢাকায় এসে পৌঁছাবেন তারা।
চোটের কারণে আফগানদের টেস্ট স্কোয়াডে নেই রশিদ খান। ছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও। তাদের ছাড়াই গত বুধবার (৭ জুন) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ জনের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকবেন আরও ৪ জন।
ঢাকায় পৌঁছেই সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে আফগানরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে দলটি। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টা থেকে।
মিরপুরে প্রথম টেস্ট খেলে আফগানিস্তান দলের ভারত যাওয়ার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে জুলাইয়ের শুরুতে আবার ঢাকায় ফিরবে আফগানরা। এরপর ৫ জুলাই শুরু হবে তিন ওয়ানডের সিরিজ, বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের আনুষ্ঠানিকতা।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved