
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হৃদয় ভেঙেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। শনিবার (৩ জুন) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে বাইডেন বলেন, ‘ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমার ও ফার্স্ট লেডি জিল বাইডেনের হৃদয় ভেঙেছে। যারা এ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাদের সবার জন্য আমরা প্রার্থনা করছি।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সংস্কৃতির বন্ধন দুটি দেশের জাতিকে এক করেছে। এ দুর্ঘটনায় ভারতের পাশাপাশি আমেরিকার বাসিন্দারাও শোকাহত। পুনরুদ্ধার কার্যক্রম চলা পর্যন্ত তারা সবসময় আমাদের চিন্তায় থাকবে।’
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় বালেশ্বরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল ট্রেনটি।
পথে ওড়িশার বাহানাগা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।
ট্রেন দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার কথা বলেছেন মোদি।
অন্যদিকে শনিবার (৩ জুন) ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
-এনডিটিভি
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved