
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ফরিদুল ইসলাম নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ফরিদুল ইসলাম হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৩-জুন) সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়েন বড়দল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, নিহত ফরিদুল ইসলাম চার বছর আগে মিটার রিডার পদে চাকরিতে যোগ দিয়েছিলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, নিহত ফরিদুল রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved