
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ফলাফল এবং শিক্ষা পদ্ধতির কার্যকারিতা উন্নত করার লক্ষে পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর আওয়াতায় প্রতিষ্টান প্রধান ও SMC/MMC/GB এর সভাপতি সহ উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার (০১জুন) সকালে উপজেলার বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম ওবায়দা আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,ভৈরব উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অবঃ অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম। উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর। উপজেলা যুবলীগের আহবায়ক ও শম্ভুপুর নেছারিয়া মাদ্রাসা সভাপতি অলিউল ইসলাম অলি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ ইকবাল হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় সভাপতি ফজলুল কবির, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শ্রীনগর উচ্চ বিদ্যালয় সভাপতি এড.আবুল বাশার, আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ সভাপতি সাইফুল ইসলাম সমুন,সহ উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি প্রধান শিক্ষক,ম্যানজিং কমিটির সভাপতি বৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্টানে ভৈরব উপজেলা একাডেমি সুপার ভাইজার স্বপ্না বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে সাদিকুর রহমান সবুজ বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শিক্ষা প্রতিষ্টান ও শিক্ষার্থীদের বিভিন্ন পারফর্মেন্স এর ভিত্তিতে প্রনোদনা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।
আরো বলেন এবছর সারাদেশের ৫হাজার শিক্ষা প্রতিষ্ঠান পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছে। যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা দানে গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে সহায়ক হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved