
রোগা হতে চাই বললেই রোগা হওয়া যায় না। এর জন্য করতে হয় কঠোর পরিশ্রম। জিমে যাওয়া, মেপে খাওয়াদাওয়া করা, হাঁটাহাঁটি, দৌড়ানো—বিস্তর চেষ্টার পরও অনেক সময় ওজন কমতে চায় না। আর যদিও-বা কমে, তা-ও যৎসামান্য। ওজন কমানোর এই দীর্ঘ প্রক্রিয়ায় তাই অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন।
এ বিষয়ে পুষ্টিবিদরা জানাচ্ছেন, শুধু ডায়েট বা শরীরচর্চা করলেই হবে না। নির্ভুল এবং সঠিক সময়ে এই কাজগুলো করার উপরেও দ্রুত মেদ ঝরানোর মন্ত্র লুকিয়ে থাকে।
তাই চলুন জেনে নিই রোগা হতে গেলে আর কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে–
১। সঠিক সময়ে পুষ্টিকর খাবার-
ওজন কমাতে গিয়ে অনেকেই পুষ্টিকর খাবার ঠিক মতো খান না। পুষ্টিবিদরা বলছেন, ভরপুর প্রোটিন আছে এমন খাবার অনেক ক্ষণ পেট ভর্তি রাখে। ফলে বারে বারে খাবার খাওয়ার প্রবণতা কম থাকে। অনেক ক্ষণ ধরে শরীরচর্চা করার শক্তিও জোগায় উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। শরীরের প্রয়োজন অনুযায়ী, সঠিক সময়ে পরিমাণ মতো খাবার খেলে মেদ ঝরবে।
২। শরীরচর্চা-
প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করতে হবে। মেদ কমছে না বা ক্লান্ত লাগছে বলে হাল ছেড়ে দিলে চলবে না। প্রতিদিন এক রকম ভাবে শরীরচর্চা করতে ভাল না লাগলে ঘুরিয়ে ফিরিয়ে ব্যায়াম করুন। কখনও হাঁটা, কখনও সাইকেল চালানো আবার সময় বুঝে কখনও জিমে গিয়ে ঘাম ঝরানো— সবই করা যায়।
৩। পর্যাপ্ত ঘুম-
ডায়েট এবং শরীরচর্চা করছেন নিয়ম মেনে। অথচ, ঘুমের বেলায় যথেষ্ট অবহেলা করছেন। রাত জেগে সিনেমা দেখছেন, সিরিজ দেখতে দেখতে প্রায় গোটা রাত কাটিয়ে ফেলছেন।
পুষ্টিবিদরা বলছেন, এই অভ্যাস কিন্তু মেদ ঝরানোর বদলে আপনাকে আরও মোটা করে তুলতে পারে। এ ছাড়া ঘুমের মধ্যে দিয়ে গোটা শরীর ‘ডিটক্সিফাই’ হয়। শরীর এবং মন— দুইই বিশ্রাম পায়। তাই রোগা হতে গেলে রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন।
-আনন্দবাজার পত্রিকা
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved