
নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের জালিয়াপালং বিটের সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে বনবিভাগ।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৩০ মে) দুপুরে জালিয়াপালং বিটের জুম্মা পাড়া এলাকায় সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ উচ্ছেদ করেছে বনবিভাগ।
অভিযানের নেতৃত্ব দেন বিট কর্মকর্তা সোহেল হোসেন।
তিনি বলেন," জুম্মাপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের খবর পেলে তথ্য উপাত্ত নিয়ে স্টাফ ও সিপিজি সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ১ একর সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখলকারীদের কবল থেকে উদ্ধার করা হয়। বনবিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved